ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মোনালিসার ‘ফিনিক্স ফ্লাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ৮, ২০১৬
মোনালিসার ‘ফিনিক্স ফ্লাই’

প্রায় চার বছর পর কিছুদিন আগে দেশে ফিরেছেন মোনালিসা। ফেরার পর থেকেই তার কাছে আসছে নাটকের প্রস্তাব।

সেগুলোর মধ্য থেকে তিনি এখন কাজ করছেন ‘ফিনিক্স ফ্লাই’ নামের একটি নাটকে।  এতে তার চরিত্রের নাম তন্বী।

রোববার (৮ মে) সকাল থেকে নাটকটির দৃশ্যায়ন চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চলবে টানা তিন দিন।  রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজেও কাজ হবে বলে জানা গেছে।

নাটকটিতে মোনালিসা অভিনয় করছেন হিল্লোল ও সজলের সঙ্গে।  শুটিং চলাকালীন হিল্লোল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বেশ কয়েক বছর পর আবার মোনালিসার সঙ্গে কাজ করছি। ’ 

নাটকটি প্রসঙ্গে মোনালিসা বাংলানিউজকে জানান, ‘দেশে ফেরার পর থেকে নাটকে কাজের প্রস্তাব পাচ্ছি। মনে হচ্ছে আগের মতো ব্যস্ত হয়ে পড়তে হবে! ‘ফিনিক্স ফ্লাই’-এর পর সামনে আরও কয়েকটি নাটকে কাজ করার কথা রয়েছে। ’ 


​‘ফিনিক্স ফ্লাই’ লিখেছেন ও পরিচালনা করেছেন অনন্য ইমন। তিনি জানান, আগামী রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে এটি।  

বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, মে ০৮, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।