ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সোমবার সন্ধ্যায় তীরন্দাজ নাট্যদলের ‘কণ্ঠনালীতে সূর্য’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, মে ৯, ২০১৬
সোমবার সন্ধ্যায় তীরন্দাজ নাট্যদলের ‘কণ্ঠনালীতে সূর্য’

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সোমবার (০৯ মে) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে তীরন্দাজ নাট্যদলের নাটক ‘কণ্ঠনালীতে সূর্য। ’

মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন রাজীব দে।

দলের হয়ে এটি রাজীবের প্রথম নির্দেশনা এবং নাটকটি দলের তৃতীয় প্রযোজনা।  

কাব্যময় নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’র কাহিনী আবর্তিত হয়েছে এক আগন্তুককে ঘিরে। আগন্তুক এক চিকিৎসালয়ে এসে বলেন তার কন্ঠনালীতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি তা বের করতে চান বা চিরকালের জন্য হৃদপিন্ডে রেখে দিতে চান। তার এমন অদ্ভুত দাবিতে নানা বিদ্রুপ করতে থাকেন চিকিৎসালয়ে আসা মিলি ও সমীর। তাতে দমে না গিয়ে আগন্তুকও কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যের একটা ফয়সালা করতে চান।

তীরন্দাজের নির্বাহী সম্পাদক কাজী রাকিব বলেন, প্রতীকি নাটকের মাধ্যমে আমরা সাম্প্রতিক বাস্তবতার কথা তুলে ধরেছি। আমরা এখন নানা ধরাবাধা নিয়মের মধ্যে গণ্ডিবদ্ধ জীবনযাপন করছি। অসত্য, অন্যায়ে ছেয়ে গেছে চারপাশ। আমরা সত্য বলতে চাই। কিন্তু কণ্ঠনালীতে এসে আটকে যায় সেসব কথা। এ নাটকে আমরা সত্য উদঘাটনের কথা বলতে চেয়েছি।

নাটকে ‘আগন্তুক’ চরিত্রে দীপক সুমন, ‘মিলি’ চরিত্রে মিতালী দাস, ‘ডাক্তার’ চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম ইমন, ‘সমীর’ চরিত্রে শফিকুল ইসলাম অভিনয় করবেন।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন কাজী রাকিব, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন এবং সংগীত পরিকল্পনায় আছেন রিফাত আহমেদ নোবেল।

বাংলাদেশ সময়: ০৫৪১ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এফবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।