ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

৫ পোশাকে সালমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মে ৯, ২০১৬
৫ পোশাকে সালমা

শুধু ভালো গাইলেই হবে না, চাই ভালো মানের মিউজিক ভিডিও। পুরো অডিও ইন্ডাস্ট্রি যেন এই যুক্তির পক্ষে।

বাদ যাননি জনপ্রিয় গায়িকা সালমা। ব্যয়বহুল মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি। এতে পাঁচ রকম পোশাকে হাজির হবেন সালমা।

‘হায়রে পরানের বন্ধু’ শিরোমানের গানটির ভিডিওতে দর্শক সালমাকে দেখবেন নতুনরূপে। কণ্ঠের জাদুতে আগেই বাজিমাত করেছেন। এবার নজর কাড়বেন ভিডিওতেও। সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন সালমা।  

নতুন গান ও ভিডিও প্রসঙ্গে সালমা বলেন, ‘নিজ উদ্যোগেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছি। ঈদে এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো। পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলেও দেখা যাবে। ’ 

সালমা জানান, ‘হায়রে পরানের বন্ধু’ গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। রামিম রাজের কস্টিউম আর হাবিবের কোরিওগ্রাফি এবং হৃদয় সরকারের চিত্রগ্রহণে ভিডিওটি তৈরি করেছেন জিয়াউদ্দিন আলম।  

ক্লোজআপ ওয়ানখ্যাত সালমার গাওয়া সর্বশেষ গান ‘তুমি আসবা নাকি’ প্রকাশ হয়েছে কিছুদিন আগে। এতে মডেল হিসেবে আছেন সুজানা। গানটি প্রকাশ করেছে গানচিল।
 
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।