ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

কারিশমাকে নিয়ে কারিনার থেকে বেশি চিন্তিত সাইফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ৯, ২০১৬
কারিশমাকে নিয়ে কারিনার থেকে বেশি চিন্তিত সাইফ কারিশমা কাপুর, সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

কিছুদিন আগে সংসারের ইতি টেনেছেন কারিশমা কাপুর। এরপর থেকে একটু আনমনে রয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

তবে বোনকে এসব ঝামেলা থেকে মুক্ত রাখতে সকল চেষ্টা করে যাচ্ছেন কারিনা কাপুর খান ও তার পরিবার। তবে তাদের থেকেও যিনি সবচেয়ে বেশি কারিশমার খেয়াল রাখছেন তিনি হলেন সাইফ আলি খান।

এ বিষয়ে কারিনার একটি ঘনিষ্ঠসূত্র বলেন, সাইফের খুব ঘনিষ্ঠ কারিশমা। এমনকি বিচ্ছেদ সংক্রান্ত যাবতীয় সমস্যার কথা সবসময় ‘রেস’খ্যাত এই তারকার সঙ্গে শেয়ার করেছেন কারিশমা। এ ছাড়া ৪১ বছর বয়সী এই অভিনেত্রীকে অনেক উপদেশও দিয়েছেন সাইফ।

অন্যদিকে কারিনা বলেন, ‘আমি আমার বোনকে নিয়ে অনেক চিন্তিত থাকি। কিন্তু তার থেকেও বেশি চিন্তিত থাকে ও (সাইফ)। কারিশমা খুব ভালো একজন মানুষ। তবে মজার কথা হলো ও ছোট ভেড়া খু্ব পছন্দ করে। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।