ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

রবি ঠাকুরের জন্মদিনে অমিতাভের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ৯, ২০১৬
রবি ঠাকুরের জন্মদিনে অমিতাভের শ্রদ্ধা

গত সোমবার (৮ মে) রবি ঠাকুরের জন্মদিনে কলকাতায় এসে কবিকে প্রণাম জানালেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। কল্যানি জুয়েলরি ব্র্যান্ডের শো’রুম উদ্বোধনে এসে একেবারে বাংলার জামাইবাবুর রূপে ধরা দিলেন বিগ বি।

কল্যানি ব্র্যান্ডের শো রুম উদ্বোধনের জন্য কলকাতায় স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন অমিতাভ। অন্য কাজে এলেও বাঙালির জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটি একবারের জন্যও ভুলে যাননি বাংলার জামাইবাবু (অমিতাভ বচ্চন)।

রবীন্দ্র জয়ন্তীর কথা মনে করে তিনি বললেন, ‘আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আজ তার শুভকামনা আর পা ছুয়ে প্রণাম করে আশীর্বাদ চাইবো। তার সঙ্গে আমাদের অত্যন্ত গভীর সম্পর্ক। গত বছর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার লেখা জাতীয় সংগীত আমি রেকর্ড করেছি। সেটা আমার কাছে এক অমূল্য অভিজ্ঞতা ছিলো। ’

৭৩ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘যে স্নেহ আর ভালোবাসা কলকাতা থেকে পাই, দুনিয়ার কোথাও পাই না। ’  অমিতাভ-জয়া দম্পতি কলকাতা শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখানে এসে সবসময় খুব ভালো লাগে। নিজের মতো লাগে। বাড়ির মতো লাগে। এরকমই ভালোবাসবেন আমাদের। আমাদের পরিবার আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ আর ভালোবাসায় আরও ধন্য হোক। ’

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।