ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

প্যারিসে চুপিসারে বিয়ে করলেন মল্লিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ৯, ২০১৬
প্যারিসে চুপিসারে বিয়ে করলেন মল্লিকা! মল্লিকা শেরওয়াত

বলিউডে চলছে বিয়ের মৌসুম। সম্প্রতি বিয়ের কাজ সেরেছেন প্রীতি জিনতা, উর্মিলা মাতন্ডকার ও বিপাশা বসু।

এবার এই তালিকায় যুক্ত হলো মল্লিকা শেরওয়াতের নাম। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক ও ফরাসী ব্যবসায়ী সাইরিলে অ্যাক্সেনফ্যান্সের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েছেন তিনি। প্যারিসে চুপিসারে বিয়ে করেছেন মল্লিকা- এমনটাই জানিয়েছেন তার বাবা মুকেশ লাম্বা।

এদিকে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন মল্লিকা। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘গুজব ছড়ানো বন্ধ করুন। এটা সত্যি নয়। আমি যখন বিয়ে করবো আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাবো। ’  

তিনি যোগ করে বলেন, ‘আমি এখন শুধু কান চলচ্চিত্র উৎসব ও ছবির প্রতি মনোযোগ দিতে চাই, বিয়ে নয়। ’

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ৯, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।