ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

উপেন-কারিশমার বিচ্ছেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ৯, ২০১৬
উপেন-কারিশমার বিচ্ছেদ উপেন প্যাটেল ও কারিশমা তান্না

সম্পর্কে বিচ্ছেদ থাকবে এটা স্বাভাবিক। কিন্তু কিছুদিন ধরে বলিউডে বিচ্ছেদের হাওয়াটা একটু বেশি বইছে।

এই তালিকায় এবার যোগ হলো টেলিভিশন তারকা উপেন প্যাটেল ও কারিশমা তান্না।

২০১৪ সালে টেলিভিশন রিয়্যালিটি শো বিগ বস ৮-এর প্রতিযোগি হয়ে এসেছিলেন উপেন ও কারিশমা। এরপর থেকেই মন দেওয়া-নেওয়া শুরু হয় এই জুটির। এবার বিচ্ছেদের ঘণ্টা বাজিয়ে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এদিকে এক টুইট বার্তায় তাদের বিচ্ছেদের আশ্বাস দিয়েছেন উপেন।

টুইট‍ারে উপেন লিখেছেন, ‘প্রেম কখনো সহজ নয়। যখন নির্দিষ্ট ভিত্তি নষ্ট হয়ে যায় তখন এই সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার ও কারিশমার পথ এখন আলাদা। আপনাদের সকলের ভালোবাসার জন্য ধন্যবাদ। ’  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।