ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

রাতে আনজাম মাসুদের ‘পরিবর্তন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৯, ২০১৬
রাতে আনজাম মাসুদের ‘পরিবর্তন’ আনজাম মাসুদ-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ তৈরি করেছেন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। সোমবার রাত (৯ মে) রাত ১০ টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রচার হবে ‘পরিবর্তন’-এর প্রথম পর্ব।

উপস্থাপক জানান, ‘পরিবর্তন’-এ থাকছে গান, কৌতুক, নাটিকা, নৃত্যসহ নানা ধরনের বার্তামূলক আয়োজন। এতে সংগীত পরিবেশন করবেন করবেন কুমার বিশ্বজিৎ, ফিডব্যাক, আরিফ ও বৃষ্টি। এছাড়া অভিনেত্রী চাঁদনী পরিবেশন করবেন দলীয় নৃত্য। থাকছে ১০ টি নাটিকা। এটি প্রযোজনা করেছেন মো. সরওয়ার মিয়া।

উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ বলেন, ‘কয়েকদিন আগে অনুষ্ঠানটি প্রচারের তারিখ ঘোষণা করা হয়েছিলো। কিছুটা সমস্যার কারণে প্রচার সময় পাল্টানো হয়। আমার বিশ্বাস, অনুষ্ঠানটি সবার কাছে উপভোগ্য মনে হবে। ’  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৬

এসও

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।