ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ফটোগ্রাফারের ফোন নিয়ে নিলেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ৯, ২০১৬
ফটোগ্রাফারের ফোন নিয়ে নিলেন রণবীর রণবীর কাপুর

ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ার পর থেকে একটু বিষন্ন মেজাজের থাকেন রণবীর কাপুর। বিশেষ করে পাপারাজ্জিদের সামনে আরও বেশি।

কিছুদিন আগে আলোকচিত্রীদের (ফটোগ্রাফার) তার পিছু না নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বলিউডের এই অভিনেতা।

এ বিষয়ে রণবীর বলেছিলেন, আমি যতো এসব বিষয় লুকিয়ে থাকার চেষ্টা করি কিন্তু প্রতিদিনই আমাকে অনুসরণ করা হয়। আমার একটি ব্যক্তিগত জীবন আছে এবং আমাকে উপেক্ষা করার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। এমনকি আমি এটিও দেখেছি আমার পারিবারিক চিকিৎসকের ক্লিনিকেও আপনারা (আলোকচিত্রী) ভীড় জমিয়ে রাখেন।

কিন্তু কে শোনে কার কথা! যেখানে তারকা সেখানে আলোকচিত্রী তো থাকবেই। সম্প্রতি প্রযোজক আয়ান মুখার্জির বাড়িতে গিয়েছিলেন রণবীর। সেখানে তার পিছু নেন কিছু আলোকচিত্রীর। রেগে গিয়ে তাদের অনেক কথা শুনিয়েছেন ৩৩ বছর বয়সী এই অভিনেতা। এখানেই শেষ নয়, এক ক্যামেরাম্যানের ফোনও নিয়ে গেছেন ‘তামাশা’খ্যাত এই তারকা এবং পরে তাকে সেটি নিয়ে আসতে বলা হয়েছে।

আয়ান মুখার্জির বাড়ি থেকে দিবাগত রাত তিনটায় বেরিয়েছেন রণবীর। আর বেচারা সেই আলোকচিত্রী রণবীরের অপেক্ষায় সারারাত গেটের কাছে বসে ছিলেন। পরবর্তীতে বলিউডের এই অভিনেতা তাকে ভেতরে ডেকে ফোন দিয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।