ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ভালো যাচ্ছে না সিদ্ধার্থ-বিদ্যার সম্পর্ক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ১০, ২০১৬
ভালো যাচ্ছে না সিদ্ধার্থ-বিদ্যার সম্পর্ক! সিদ্ধার্থ রয় কাপুর ও বিদ্যা বালান

বিদ্যা বালান ও তার স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না। কারণ কিছুদিন আগে কঙ্গনার পাশে দাঁড়িয়েছিলেন বিদ্যা সে জন্যই না-কি এমনটা হয়েছে।

(হৃতিক-কঙ্গনা ইস্যুতে) কঙ্গনার পক্ষ নিয়ে স্ত্রীর মন্তব্যে হতাশ হয়েছেন সিদ্ধার্থ।

এ বিষয়ে বিদ্যার একটি ঘনিষ্ঠসূত্র বলেন, সিদ্ধার্থ খুব স্বল্পভাষী মানুষ। অন্যের ঝগড়া-বিবাদ থেকে সবসময় নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। কিন্তু স্ত্রীর (বিদ্যা বালান) এমন মন্তব্যের কারণে লজ্জিত হতে হয়েছে তাকে। কারণ তার (সিদ্ধার্থ রয় কাপুর) প্রযোজিত পরবর্তী ছবি ‘কাবিল’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন।
 
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মে ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।