ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

‘ফ্যান’-এর বিরুদ্ধে মামলা করলেন মিষ্টির দোকানদার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ১০, ২০১৬
‘ফ্যান’-এর বিরুদ্ধে মামলা করলেন মিষ্টির দোকানদার

কিছুদিন আগে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’। কিন্তু ছবিতে ব্যবহৃত একটি দৃশ্যের জন্য আইনি জটিলতায় পড়তে হয়েছে এটিকে।

দিল্লির এক মিষ্টি দোকানির তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে ছবির সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের।

‘ফ্যান’-এ দিল্লির এক যুবক গৌরবের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। ছবির একটি দৃশ্যে গৌরব ঘণ্টেওয়ালা নামের এক মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তার প্রিয় তারকার সঙ্গে দেখা করেন। আর ওই দৃশ্যের জন্য দোকানের মালিক সুশান্ত জেইন যশরাজ ফিল্মস, আদিত্য চোপড়া, পরিচালক মানীশ শর্মা, চিত্রনাট্যকার হাবিব ফয়সাল ও শরৎ কাটারিয়া এবং কিং খানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, দোকানের মালিকের অনুমতি ছাড়া ছবির দৃশ্যে দোকানটির নাম ব্যবহার করে আইন লঙ্ঘন করা হয়েছে। এ ছাড়া ছবি থেকে সংলাপ এবং দৃশ্যগুলো সরিয়ে ফেলতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, মে ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।