ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নতুন নায়কের সঙ্গে ছবি করবো না : আঁচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ১০, ২০১৬
নতুন নায়কের সঙ্গে ছবি করবো না : আঁচল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলচ্চিত্রের প্রতিশ্রুতিশীল নায়িকা আঁচল যাত্রা শুরু করেছিলেন ‘ভুল’ ছবির মাধ্যমে। এতে নবাগত নায়কের সঙ্গে পর্দায় হাজির হন তিনি।

এরপর নামী-দামী নায়কের সঙ্গে কাজ করেছেন। তার মতে, মাত্র তিনটি ছবিতে নতুন নায়কের সঙ্গে জুটি বেঁধেছিলেন আঁচল। চলার পথে আর ভুল করতে চান না তিনি। আঁচল তাই নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে, নতুন নায়ক বা প্রযোজকের সঙ্গে আর ছবি করবেন না।

মঙ্গলবার (১০ মে) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপকালে অাঁচল বলেন, ‘এখন ভালো ছবি হচ্ছে না। ধরতে গেলে সবাই বসে আছে, সুদিনের অপেক্ষায় আছি। আমিও তাদের দলে। তাই বলে ছবির প্রস্তাব পাচ্ছিনা এমন নয়। অধিকাংশ ছবির প্রস্তাব আসছে নতুন নায়ক বা প্রযোজকের পক্ষ থেকে। আমি সিদ্ধান্ত নিয়েছি, নতুনদের সঙ্গে কাজ করবো না। ’

এর ব্যাখ্যা দিয়ে আঁচল জানান, গড়পরতা ছবি করে ইতিবাচক সাড়া মেলে না। ‘ভুল’সহ আর দুটি ছবিতে (হৃদয় দোলানো প্রেম ও বোঝে না সে বোঝে না) নতুন নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। এর বাইরের ছবিগুলোতে তিনি পেয়েছেন প্রথম ও দ্বিতীয় গ্রেডের নায়কদের।

আঁচল বলেন, ‘নতুন নায়ক বা প্রযোজকদের সঙ্গে তথাকথিত ছবি করবো না। প্রয়োজনে বছরে একটি ছবি করবো। ’ কিছুদিন আগে আঁচলের চলচ্চিত্র ছেড়ে যাওয়ার গুঞ্জন উঠেছিলো। তাছাড়া শিডিউল ফাঁসানোর অভিযোগও তুলেছিলেন এক পরিচালক।

আঁচল এখন ব্যস্ত ‘দাগ’ ছবির দৃশ্যধারণ নিয়ে। সম্প্রতি বাপ্পীর সঙ্গে শুটিং শেষ করেছেন ‘সুলতানা বিবিয়ানা’ ছবির। শাকিব খানের সঙ্গে মুক্তির অপেক্ষায় আছে ‘মেন্টাল’ আর শাহ রিয়াজের সঙ্গে ‘আঁড়াল’।         

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।