ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

পার্থ-শাকিলা-বাপ্পা, এবার বিচারক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মে ১০, ২০১৬
পার্থ-শাকিলা-বাপ্পা, এবার বিচারক (বাঁ থেকে) পার্থ বড়ুয়া, শাকিলা জাফর ও বাপ্পা মজুমদার

আইপিএল বা বিপিএলের আদলে নতুন একটি সংগীত প্রতিযোগিতার নাম রাখা হয়েছে এমপিএল তথা মিউজিক্যাল প্রিমিয়ার লিগ। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন জনপ্রিয় তিন সংগীতশিল্পী।

তারা হলেন- শাকিলা জাফর, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার।

আয়োজকরা জানান, গানের খেলার মধ্য দিয়ে শিল্পীদের জন্য নতুন এক প্লাটফর্ম গড়ে তুলবে সেভেন আপ মিউজিক প্রিমিয়ার লীগ। বাঙালির ভালো লাগা, আবেগ, সুখ বা দুঃখের অনুভূতিগুলো দুটি জায়গায় খুব বেশি খেলা করে, ক্রিকেট ও গান। এই বিষয়টি মাথায় রেখে ক্রিকেটের ঘরোয়া লিগের আদলে গানের খেলার মধ্য দিয়ে দর্শকদের ভিন্নধর্মী ও নতুন ধরনের মিউজিক্যাল রিয়েলিটি শো উপহার দেওয়াই আয়োজকদের উদ্দেশ্য।

সারাদেশে শিল্পী অন্বেষনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৯ মে থেকে। চলবে ২০ মে পর্যন্ত। ৮টি বিভাগীয় অডিশনের মধ্য দিয়ে বাছাই করা শিল্পীদের নিয়ে ঢাকায় শুরু হবে মূল প্রতিযোগিতা। সেখানে প্রতিটি দলে ৩ জন করে মোট ২৪ জন শিল্পী নিজ নিজ অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। এর মূল প্রতিযোগিতার তিন বিচারক পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার এবং শাকিলা জাফর।

সম্প্রতি এমপিএল প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাপ্পা মজুমদার বলেন, ‘এই অনুষ্ঠান নিয়ে আমি একটু বেশি আগ্রহী। কারণ অনুষ্ঠানটি গানভিত্তিক। ’

আরেক বিচারক শাকিলা জাফর বলেন, ‘নতুন অনুষ্ঠান, নতুন প্রতিযোগী সবকিছুই ভালো হবে। আমি চাই এখান থেকে নতুন কোনো প্রতিভা বের হয়ে আসুক। ’
 
আগামী ১৪ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এমপিএল সম্প্রচার করবে চ্যানেল আই। এই সংগীত প্রতিযোগিতায় কমিউনিক্যাশন অ্যান্ড অ্যাক্টিভেশন পার্টনার এশিয়াটিক থ্রি সিক্সটি ও ব্রডকাস্ট পার্টনার চ্যানেল আই।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।