ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

জ্যাকুলিন-অর্জুনের প্রেম রহস্য!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
জ্যাকুলিন-অর্জুনের প্রেম রহস্য!

জ্যাকুলিন ফার্নান্দেজ ও অর্জুন কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। তবে এ কথাটি বরাবরই অস্বীকার করে আসছেন জ্যাকুলিন।

সোনম কাপুর না-কি অর্জুনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এমনটাও বলেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সোনম কখনও আমাকে অর্জুনের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেননি। এটি সম্পূর্ণ গুজব। বলিউড ইন্ডাস্ট্রিতে আসার পর সোনমের সঙ্গে আমার প্রথম দেখা হয় এবং ছোটবেলা থেকেই তাকে সবাই চিনেন। এ কারণে এটা স্বাভাবিক তিনি আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। শুধু অর্জুন নয় বরুণকেও আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন ‍তিনি। এখন আমরা বন্ধুত্বের একদল হয়ে গেছি, আর যখন এসব গুঞ্জন শুনি সত্যিই হাস্যকর লাগে। মাঝে মাঝে অর্জুন এসব নিয়ে অনেক মজাও করেন। ’

‘রয়’খ্যাত এই তারকা আরও বলেন, ‘আমার আর অর্জুনের না-কি এখন বিচ্ছেদ হয়ে গেছে। এই খবরটি শোনার পর খুবই অবাক হয়েছি। তবে আমার জীবনে ভালোবাসা এখন বিড়ালের মিউ মিউ-এর মতো। তাই অর্জুন ও আমি এখনও এই ব্যপারটা কে শুধু তামাশা বলেই মনে করছি।

মণীষ মালহোত্রার তৈরি পোশাক পরে ‘ল্যাকমে ফ্যাশন উইকে’ একসঙ্গে র‍্যম্পে  হেঁটেছিলেন অর্জুন-জ্যাকুলিন। প্রিন্স উইলিয়াম ও কেট মিডেটনের জন্য আয়োজিত নৈশভোজেও উপস্থিত ছিলেন তারা।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৬
টিএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।