ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বাপ্পী ও মিমের নতুন মিশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ১০, ২০১৬
বাপ্পী ও মিমের নতুন মিশন বাপ্পী ও মিম- ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘সুইটহার্ট’ ছবিটিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বাপ্পী ও মিম। তাদের রসায়ন দর্শকের মনে ভালো লাগা তৈরি করেছিলো।

এই জুটির মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে ‘দাগ’। এবার তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন বাপ্পী ও মিম। নাম চূড়ান্ত না হওয়া ছবিটির দৃশ্যধারণ শুরু হবে এ মাসেই।

ছবিটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই দুই নায়ক-নায়িকা। অভিনয় প্রসঙ্গে মিম বাংলানিউজকে বলেন, ‘রোমান্টিক ঘরানার গল্পে ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করছি আমি। বাণিজ্যিক ছবির সব কিছুই থাকবে এতে। আশা করি প্রেমের গল্পটি দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে। ’

বাপ্পী বলেন, ‘এ সময়ের প্রেমের কাহিনী রূচিশীল দর্শকদের মন জয় করবে বলে মনে করি। ছবিতে আমার চরিত্রের বাঁকবদল সবার ভালো লাগবে। গেটআপেও নতুনত্ব রাখা হবে। ’

অন্যদিকে একাধিক গণমাধ্যমে সোমেশ্বর অলির চিত্রনাট্যে নির্মিতব্য ছবিটির নাম বলা হচ্ছে ‘আমি তোমার হতে চাই’। কিন্তু এই নামটি চূড়ান্ত নয় বলে জানান ছবির সংশ্লিষ্টরা। অন্যদিকে পরিচালক হিসেবে অনন্য মামুনের নামটিও সঠিক নয়।

এ প্রসঙ্গে অনন্য মামুন রহস্য রেখে জানান, ছবিটির সঙ্গে তিনি জড়িত আছেন এটা ঠিক। তবে পরিচালকের আসনে থাকছেন না তিনি। কয়েকদিন পর সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচালকের নাম ঘোষণা করবে অনন্য মামুন অ্যান্ড টিম।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ১০, ২০১৬

এসও

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।