ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন শ্রুতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
বিয়ে করলেন শ্রুতি!

দক্ষিণের জনপ্রিয় মুখ শ্রুতি হাসান। অভিনয়ের মধ্য দিয়ে খুব অল্প সময়ে সকলের মন জয় করে নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

এ ছাড়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সবসময় সক্রিয় থাকেন শ্রুতি।

বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া থেকে শুরু করে ঘুরে বেড়ানো, পার্টি করা, বিয়ের অনুষ্ঠানে যাওয়া সবকিছু ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু তিনি এবার যা শেয়ার করেছেন তাতে অনেকটা চমকে গেছেন সকলে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় চিত্রনাট্যকার ও গীতিকার নীরঞ্জন আইয়েঙ্গারের সঙ্গে সেলফি তুলছেন শ্রুতি। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় স্বামীর সঙ্গে মধ্যাহ্নভোজ করছি। ’ এরপর থেকেই গুঞ্জন চলছে তারা নাকি বিয়ে করে ফেলেছেন।    

এরপর আরও একটি ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, আমি এখনও সিঙ্গেল এবং বিয়ে করিনি। নীরঞ্জন আমার খুব ভালো বন্ধু।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।