ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

শখের চুরি রোগ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ১১, ২০১৬
শখের চুরি রোগ! নাটকের দৃশ্যে শখ ও নিলয়

একটি মেয়ে নিজের অজান্তে চুরি করে। কিন্তু বিষয়টি সে নিজেও জানেনা বা বুঝতে পারে না।

পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু তার স্বামী জানে না তার এই স্বভাবের কথা। একের পর এক জিনিসপত্র সে চুরি করতে থাকে সে। এমনই এক চোরের ভূমিকায় অভিনয় করেছেন আনিকা কবীর শখ। তার সহশিল্পী নিলয়।

ছোটপর্দার জনপ্রিয় জুটি নিলয়-শখকে নিয়ে নাটকটি তৈরি করছেন কৌশিক শঙ্কর দাশ। এর নাম ‘সাইলেন্ট থিফ’। লিখেছেন সাব্বির চৌধুরী। সংলাপ ও চিত্রনাট্য তানিন রহমানের। নাটকটিতে দেখা যাবে স্বামীর সহযোগিতায় চুরি করার মতো অদ্ভুত এক রোগের হাত থেকে রেহাই পায় মেয়েটি।  

পরিচালক কৌশিক জানান, নাটকটির শুটিংয়ের কাজ হয়েছে উত্তরাসহ ঢাকার বিভিন্ন জায়গায়। নাটকটি প্রচার হবে ঈদে।  


বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ১১,২০১৬
টিএস/এসও     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।