ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতার বৃষ্টিতে ভিজলেন মাহি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মে ১১, ২০১৬
কলকাতার বৃষ্টিতে ভিজলেন মাহি মাহি- ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বুধবার (১১ মে) সকাল। ঘুম ঘুম কণ্ঠে মাহি বললেন, ‘হ্যালো…’।

ভারতের কলকাতায় গিয়েছিলেন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে। দু’দিন কাজ শেষে সকালেই ফিরেছেন ঢাকায়। বাংলানিউজের সঙ্গে আলাপে জানিয়েছেন কাজের খাতিরে কলকাতার বৃষ্টিতে ভিজতে হয়েছে জনপ্রিয় এই চিত্রনায়িকাকে।   

গত ৯ ও ১০ মে কলকাতার বিভিন্ন স্থানে কোমল পানীয় ইউরোকোলার বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেন মাহি। এতে তার সহশিল্পী কলকাতার মডেল দীপক। বিজ্ঞাপনচিত্রটি তৈরি করছেন সিদ্ধার্থ। এতে বৃষ্টিতে ভিজতে দেখা যাবে মাহিকে। আলোচিত এই নায়িকা রসিকতা করে বলেন, ‘এই গরমে বৃষ্টিতে ভিজতে খারাপ লাগেনি। তবে আসল নয়, কৃত্রিম বৃষ্টিতে ভিজেছি। ’   

মাহি জানান, আজকেও (১১ মে) শুটিং হওয়ার কথা ছিলো। কিন্তু কাজ আগেভাগেই শেষ হয়ে যাওয়ার কারণে তিনিও ফিরেছেন ঘরে। এখন অপেক্ষা করছেন ‘হারজিৎ’ ছবির শুটিংয়ের। ছবিটিতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে জুটি বেঁধেছেন মাহি।

সম্প্রতি ইউরো কোলার শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। এর অংশ হিসেবেই বিজ্ঞাপনে কাজ করা। আগামী ৩ বছর পণ্যটির গুণগান গাইতে হবে তাকে।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।