ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

পরীতে গলছে সৈকতের ‘পাষাণ’!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মে ১১, ২০১৬
পরীতে গলছে সৈকতের ‘পাষাণ’! পরী মনি ও সৈকত নাসির

অালোচিত চিত্রনায়িকা পরী মনি নতুন করে আলোচনায় এসেছেন জাজ মাল্টিমিডিয়ার ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। অচিরেই ‘রক্ত’ নামের যৌথ প্রযোজনার ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।

নতুন খবর হলো, একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্রে আসা নির্মাতা সৈকত নাসিরের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। ‘পাষাণ’ নামের ছবিটি জাজের নয়, এটি প্রযোজনা করবে ভিজুয়ালাইজার।  

বুধবার (১১ মে) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে সৈকত নাসির বলেন, ‘নায়িকা হিসেবে পরীকে চুক্তিবদ্ধ করেছি। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু করবো। ছবিটি হবে অ্যাকশন-রোমান্টিক ধাঁচের। ’

এর আগে ‘পাষাণ’ নামে একটি ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন সৈকত নাসির। নির্মাতা জানান, আগের নামটিই শুধু থাকছে, বাকি সব বদলে গেছে।  

এদিকে ‘পাষাণ’-এ পরীর বিপরীতে কে থাকবেন সেটি এখনই ঘোষণা দিচ্ছেন না তারা। সৈকত জানান, নায়কের ব্যাপারটি চমক হিসেবে থাক। নিজের গল্পে এটি হতে যাচ্ছে সৈকতের দ্বিতীয় পরিচালনা। প্রথম ছবি ‘দেশা’র জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে আজ (১১ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেবেন সৈকত।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ১১, ২০১৬ 
এসও     
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।