ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

শুরু হলো ড্রিংকইট তোমার গল্পে সবার ঈদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মে ১১, ২০১৬
শুরু হলো ড্রিংকইট তোমার গল্পে সবার ঈদ

ঢাকা: আসছে ঈদুল ফিতরে ভালো নাটকে দর্শকদের ভালো বিনোদেন দেওয়ার পাশাপাশি নতুন ও তরুণ লেখক সৃষ্টির লক্ষ্যে ৫ম বারের মতো ‘তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতার আয়োজন শুরু করেছে প্রাণ আরএফএলের পানি বিশুদ্ধকরণ উপকরণ ড্রিংকইট ও বৈশাখী টেলিভিশন।

হাসির নাটক তৈরিতে এবারে প্রতিপাদ্য হচ্ছে ‘পরিপূর্ণ হাসির বিশুদ্ধ নাটক’ বুধবার (১১ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে আসা সব গল্পগুলো থেকে পাঁচটি গল্পকে সেরা হিসেবে নির্বাচিত করা হবে। প্রত্যেক নির্বাচিত গল্পকাররা পাবেন ৫০ হাজার টাকা।

আগামী ২৪ মে পর্যন্ত দেশের যেকোনো প্রান্ত থেকে গল্প পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। গল্পটি হতে হবে ১ হাজার শব্দের।

প্রার্থীরা সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে গল্প পাঠাতে পারবেন। গল্প পাঠানোর ঠিকানা তোমার গল্পে সবার ঈদ, বৈশাখী টেলিভিশন, ৩২ মহাখালী বাণিজ্যিক এলাকা ঢাকা-১২১২। ই-মেইল: ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের পিআর প্রোডাকশন বিভাগের প্রধান মাসুদুজ্জামান, মিডিয়া প্রধান সুজন মাহমুদ, আরএফএল প্লাস্টিকস’র প্রধান বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান প্রমুখ।

আরাফাতুর রহমান জানান, ভালো গল্প না থাকলে ভালো নাটক হয় না, তাই এই আয়োজন। এর ফলে দর্শক পর্যায় থেকে উঠে অসবে তরুণ গল্পকার।

বৈশাখী টেলিভিশনের মাকেটিং বিভাগের প্রধান সজল সাহা বলেন, ভালো গল্প না থাকায় প্রতিবেশী দেশের তুলনায় দিন দিন আমরা পিছিয়ে পড়ছি।

৫ম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার স্লোগান ‘লেখো গল্প, হও নাট্যকার’। বিচারক থাকবেন দেশের তিন জনপ্রিয় সাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন এবং আনিসুল হক।

নির্বাচিত সেরা পাঁচ গল্পকারের লেখায় তৈরি হবে ১ ঘণ্টার পাঁচটি হাসির নাটক। এগুলো নির্মাণ করবেন দেশের ৫ জনপ্রিয় নাটক নির্মাতা। নাটকগুলো প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে ঈদের দিন রাত ১০টা ৩৫ মিনিট থেকে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১১, ২০১৬
এমএফআই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।