ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

তিশার সঙ্গে হৃদয় খানের অভিনয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ১১, ২০১৬
তিশার সঙ্গে হৃদয় খানের অভিনয় নুসরাত ইমরোজ তিশা ও হৃদয় খান

নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অধিকাংশ ক্ষেত্রেই তুখোড় সহশিল্পীদের সঙ্গে দেখা যায় তাকে।

এবার তিশার সঙ্গে অভিনয় করবেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। একটি নাটকে তিশার প্রেমিক হিসেবেই বোকাবাক্সে হাজির হচ্ছেন এই গায়ক।

‘রূপকথা’ নামে নাটকটি তৈরি করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ । বৃহস্পতিবার (১২ মে) থেকে এর দৃশ্যধারণে অংশ নেবেন তিশা ও হৃদয়। আসাদ জামানের নাট্যরূপে ‘রূপকথা’ তৈরি হচ্ছে ঈদুল ফিতরকে উদ্দেশ্য করে। এটি প্রচার হবে চ্যানেল আইতে।

নাটকটি প্রসঙ্গে রাজ জানান, এটি ভালোবাসার গল্প। একই সঙ্গে অধ্যয়নরত একজোড়া তরুণ-তরুণীর প্রেমময় কাহিনী তুলে ধরা হবে এখানে। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি একটি গানও গেয়েছেন হৃদয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।