ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আইটেম গান গাইবেন পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
আইটেম গান গাইবেন পরিণীতি পরিণীতি চোপড়া

জন অ্যাব্রাহাম ও বরুণ ধাওয়ান অভিনীত ‘ঢিশুম’ ছবির একটি আইটেম গানে কণ্ঠ দেবেন পরিণীতি চোপড়া। এ জন্য জাঁকজমকপূর্ণ একটি সেটে তৈরি করা হয়েছে।

টানা দু’দিন এর দৃশ্যধারণ চলবে।

এ বিষয়ে পরিণীতির একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ছবির সম্পূর্ণ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে গেছে গত ১৮ এপ্রিল। তবে আইটেম গানটির জন্য আমরা একটি অসাধারণ দৃশ্যের পরিকল্পনা করছি। এতে বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।

এ খানেই শেষ নয়, পরিণীতি তার পরবর্তী ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’-তে ‘মানা কে হাম ইয়ার নেহি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন।

* পরিণীতির গাওয়া ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।