ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে : বিশ্বাসই হচ্ছে না! হলিউডের 'প্রিটি ওম্যান' জুলিয়া রবার্টস আমার এক হাত দূরত্বে। বৃহস্পতিবার (১২ মে) দুপুর দুইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) চোখের সামনে হাজির হলেন ৪৮ বছর বয়সী এই মার্কিন সুন্দরী।

৬৯তম কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে স্থান পেয়েছে জুলিয়ার নতুন ছবি 'মানি মনস্টার'। এদিন সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল তিনটা) গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। এখানে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে ১ ঘণ্টা ৪০ মিনিট ব্যাপ্তির ছবিটি দেখলাম। সংবাদ সম্মেলন শুরু হতে তখনও ১ ঘণ্টা ২০ মিনিট বাকি। আগেপিছে কিছু না ভেবে তড়িঘড়ি লাইনে এসে দাঁড়িয়ে রইলাম। সামনে তখনই অন্তত অর্ধশত সাংবাদিক।  

জুলিয়া আসবেন বলে এই সংবাদ সম্মেলনের প্রতি সংবাদকর্মীদের আগ্রহ ছিলো বেশি। আশঙ্কা হচ্ছিলো, সব চেয়ার ভরে গেলে আয়োজকদের প্রতিনিধিরা হাসিমুখে বলে দেবেন, 'সরি!' না, শেষ পর্যন্ত ঢুকতে পেরেছি। কিন্তু পেছনের সারির আসনই কেবল শূন্য। সেখানে একটি চেয়ারে ল্যাপটপটা রেখে মঞ্চের সামনে আরও অনেক সাংবাদিকের জটলায় ঢুকে দাঁড়ালাম। মোবাইলের ক্যামেরা প্রস্তুত রেখেছি, জুলিয়া ঢুকতেই ভিডিও করবো, ছবিও তুলবো।
 

উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোর সঙ্গে সবার আগে ঢুকলেন 'মানি মনস্টার' ছবির পরিচালক জোডি ফস্টার। তখনই করতালি শুরু হলো। এরপর এলেন অসংখ্য পুরুষের স্বপ্নের রানী জুলিয়া ফিওনা রবার্টস। যার হাসির দাম মিলিয়ন ডলার! সম্মেলন কক্ষে ঢুকেই সেই হাসি ছড়িয়ে দিলেন তিনি। তাকে দেখে সংবাদকর্মীদের হাততালির শব্দ বেড়ে গেলো দ্বিগুণ। জুলিয়াকে অপলক দেখে কয়েকটা তথ্য ভাবছিলাম। সেগুলোর কিছু এখানে দিলাম।

নব্বই দশকে রোমান্টিক-কমেডি ছবি 'প্রিটি ওম্যান'-এর সুবাদে বিখ্যাত বনে যান জুলিয়া। ওই ছবি বিশ্বব্যাপী ৪৬৪ মিলিয়ন অর্থাৎ ৪৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ব্যবসা করেছিলো। বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৬২৫ কোটি টাকারও বেশি! তিনি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতেছেন তিনবার। ২০০০ সালে 'এরিন ব্রোকোভিচ' ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে পেয়েছেন অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার।

হলিউডে বক্স অফিসের হিসাব অনুযায়ী জুলিয়া সবচেয়ে সফল অভিনেত্রীদের অন্যতম। তার অভিনীত 'মিস্টিক পিজা' (১৯৮৮), 'স্লিপিং উইথ দ্য এনিমি' (১৯৯১), 'হুক' (১৯৯১), 'দ্য পেলিক্যান ব্রিফ' (১৯৯৩), 'মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং' (১৯৯৭), 'কন্সপিরেসি থিওরি' (১৯৯৭), 'নটিং হিল' (১৯৯৯), 'রানওয়ে ব্রাইড' (১৯৯৯), 'ওশানস ইলেভেন' (২০০১), 'মোনালিসা স্মাইল' (২০০৩), 'ওশানস টুয়েলভ' (২০০৪), 'চার্লি উইলসনস ওয়ার' (২০০৭), 'ভ্যালেন্টাইনস ডে' (২০১০), 'ইট প্রে লাভ' (২০১০) ও 'মিরর মিরর' ছবিগুলোর মোট আয়ের পরিমাণ ২৬০ কোটি মার্কিন ডলার।

নব্বই দশক থেকে ২০০০ সালের প্রথম ভাগ পর্যন্ত জুলিয়া ছিলেন সবচেয়ে বেশি সম্মানী পাওয়া অভিনেত্রী। 'প্রিটি ওম্যান' ছবির জন্যই তিনি নিয়েছিলেন তিন লাখ মার্কিন ডলার। 'মোনালিসা স্মাইল'-এর জন্য তাকে দেওয়া হয়েছিলো আড়াই কোটি ডলার। ২০১০ সালে তার ব্যাংকে ছিলো ১৪ কোটি মার্কিন ডলার। পিপল ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সেরা অর্ধশত সুন্দরীর তালিকায় ১১বার স্থান পেয়েছেন তিনি।

জুলিয়ার জন্য কেনো সবাই উতলা থাকে, নিশ্চয়ই বোঝা গেছে! এবারের কান উৎসবে যেসব তারকা এসেছেন বা আসছেন, তাদের মধ্যে জুলিয়াকে নিয়েই উন্মাদনাটা আলাদাভাবে আলোচনায় থাকবে। বৃহস্পতিবার কানের লালগালিচায় তার দিকেই আলোকচিত্রীদের নজর থাকবে বেশি।

'মানি মনস্টার' ছবিতে টিভি অনুষ্ঠানের পরিচালক চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া। অনুষ্ঠানের সঞ্চালক লি গেটস চরিত্রে আছেন জর্জ ক্লুনি। সংবাদ সম্মেলনে জুলিয়ার পরেই ঢুকলেন তিনি। তাকে দেখারও সাধ ছিলো। ৫৫ বছর বয়সী এই তারকার মাথাভর্তি চুলগুলো বেশিরভাগই সাদা। তবুও তিনি নারীদের চোখে কাঙ্ক্ষিত পুরুষ!

তিনবার গোল্ডেন গ্লোব ও দু'বার অস্কারজয়ী ক্লুনি 'মানি মনস্টার' ছবিতে অভিনয় করতে গিয়ে নেচেছেনও। এ নিয়ে সংবাদ সম্মেলনে রসিক কথাবার্তাও বললেন। গল্পে তাকে জিম্মি করে কাইল বাডওয়েল নামের এক তরুণ দর্শক। কারণ লি গেটসের শেয়ারবাজার বিষয়ক দেওয়া পরামর্শ মেনে পথের ফকির হয়ে গেছে কাইল। লি'র গায়ে বোমা লাগিয়ে রিমোট নিজের হাতে রাখে কাইল। এ কারণে কেউই সাহস নিয়ে এগোতে পারে না। ধীরে ধীরে কাইলের প্রতি দুর্বল হয়ে পড়েন লি।

এর মাধ্যমে পাঁচ বছর পর চলচ্চিত্র পরিচালনা করলেন হলিউড অভিনেত্রী জোডি ফস্টার। ছবিটিতে আমেরিকার সাম্প্রতিক অর্থনৈতিক মন্দাবস্থার পেছনের নেপথ্যে দুর্নীতি জড়িত থাকার বার্তা দিয়েছেন তিনি।

ছবিটিতে কাইল চরিত্রে অভিনয় করেছেন ইংলিশ তারকা জ্যাক ও'ডোনেল। তিনিও এসেছিলেন সংবাদ সম্মেলনে। ছবিটির অন্য দুই অভিনয়শিল্পী আইরিশ তারকা কেইট্রিওনা ব্যালফি ও ইংলিশ অভিনেতা ডমিনিক ওয়েস্টও ছিলেন। তবে জুলিয়া রবার্টস আর জর্জ ক্লুনি থাকলে আর কারও প্রতি নজর দেওয়ার সময় থাকে কই!
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
জেএইচ/এএ

**দেখুন কানে কি না হয়!
** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।