ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

স্বামীর সঙ্গে তাজমহল ঘুরলেন প্রীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
স্বামীর সঙ্গে তাজমহল ঘুরলেন প্রীতি জেনে গুডেনাফ ও প্রীতি জিনতা

বৃহস্পতিবার (১২ মে) স্বামী জেনে গুডেনাফ ও তার পরিবারের সকলকে নিয়ে আগ্রার তাজমহল ঘুরে বেড়ালেন প্রীতি জিনতা। তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রীতির মা নীলপ্রভাহ।

এ সময় বলিউডের এই অভিনেত্রীর পরণে ছিলো প্রিন্টের শর্ট ড্রেস ও মাথায় টুপি।

সকাল ৮টা ৪০ মিনিটে তাজমহলে উপস্থিত হন তারা এবং ১০টা পর্যন্ত ঘুরে বেড়ান। সেখানের তোলা কিছু স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ‘বীর জারা’খ্যাত এই তারকা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সর্বশেষ ২০০৭ সালে ‘ঝুম বরাবর ঝুম’ ছবির দৃশ্যধারণের জন্য এসেছিলাম। তখন বাহিরে কাজ করেছিলাম। কিন্তু এবার এর (তাজমহল) সৌন্দর্য ও ইতিহাস সম্পর্কে জানলাম। ’    

এ বছর ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলসে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রীতি ও গুডেনাফ। যেখানে উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু সুজানা খান এবং সুরিলি গোয়েল। শুক্রবার (১৩ মে) তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। এখানে হাজির থাকবেন বলিউড ইন্ডাষ্ট্রির সকলে।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।