ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সুস্থ আছেন আতাহার টিটো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
সুস্থ আছেন আতাহার টিটো আতাহার টিটো

এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আতাহার টিটোর শরীরে অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

বৃহস্পতিবার (১২ মে) থেকে খুলনার সামেলা ক্লিনিকে তার চিকিৎসা চলছে।

মারাত্মক গলব্লাডার সমস্যায় ভুগছিলেন আতাহার টিটো। তার সুস্থতার খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী কফিল আহমেদ। তিনি জানান, টিটোর শরীর থেকে ৪১টি পাথর বের করা হয়েছে।   

২০০০ সালে ‘স্টার সার্চ বেনসন অ্যান্ড হেজেস’ প্রতিযোগিতায় সেরা কণ্ঠশিল্পী ও সেরা সলো আর্টিস্ট অ্যাওয়ার্ড পান আতাহার টিটো। ‘শুভ্র সুনীল’ গানটি দিয়ে জয় করেন শ্রোতাদের মন। এ তালিকায় আরও আছে ‘অভিমানী’, ‘আলী আলী’, ‘উপমা’, ‘নিশ্চুপ রাত’ প্রভৃতি। ‘নীরবতা’, ‘সুখ নাই’ ও ‘পথে নামলে বন্ধু’ নামে তিনটি শ্রোতাপ্রিয় একক উপহার দেন তিনি। গেয়েছেন বেশ কিছু মিশ্র ও ডুয়েট অ্যালবামে।  

সংগীতশিল্পী টিটো দীর্ঘদিন ধরে গানের জগত থেকে নিজেকে অাঁড়াল করে রেখেছিলেন। তবে ২০১৫ সালে তিনি একটি ব্যান্ডও গড়ে তোলেন। এর নাম চাষা। গানচর্চার পাশাপাশি নিজেকে যুক্ত করেছেন সামাজিক বিভিন্ন আন্দোলনে। সবশেষ সুন্দরবন রক্ষার আন্দোলনেও সক্রিয় ভূমিকা রয়েছে তার।  

অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তিনি ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছিলেন। আর কফিল আহমেদের সঙ্গে ফোনালাপে টিটো বলেছিলেন, ‘বেঁচে থাকলে সুন্দরবন বাঁচাবোই। সুন্দরবনের জন্যই গান গাবো’।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।