ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নাদিয়া-জোভানের খুনসুঁটি (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ১৩, ২০১৬
নাদিয়া-জোভানের খুনসুঁটি (ভিডিও) জোভান ও নাদিয়া

‘কি যেন হয়ে গেলো আমার অন্তরে/বাড়ছো তিলে তিলে মনের অগোচরে/এভাবে দিন যায় কত দিন আসে/মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে…’ এমন কথার গানটির শিল্পী শাওন গানওয়ালা। কিছুদিন আগে প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে পাওয়া গেলো ছোটপর্দার দুই শিল্পীকে।

তারা হলেন নাদিয়া ও জোভান।

প্রথমবারের মতো এক গানে মডেল হয়েছেন নাদিয়া ও জোভান। পুরো গানের ভিডিওতে পাওয়া ধরা পড়লো তাদের মান-অভিমান, প্রেমময় মুহূর্ত আর খুনসুঁটি।    

নাদিয়া এর আগে একাধিক গানে মডেল হলেও জোভানের এটিই প্রথম। ‘ইচ্ছে মানুষ’ শিরোনামের এই গানের ভিডিওটি তৈরি করেছেন শাহরিয়ার পুলক। মেহেদী হাসান তুষারের কথায় এতে সুর দিয়েছেন শাওন নিজেই। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

সংগীতশিল্পী শাওন গানওয়ালা বাংলানিউজকে জানান, গানের কথার সঙ্গে মিল রেখে ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রেমিক-প্রেমিকাদের কাছে এটি ভালো লাগবে। ১২ মে ই টিউনসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘ইচ্ছে মানুষ’। এখন পর্যন্ত গানটির ভিউ প্রায় ১০ হাজার।

* ‘ইচ্ছে মানুষ’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ১৩, ২০১৬

এসও   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।