ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘জান্নাত’-এর সোনালের জন্য আট হাজার গোলাপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৬
‘জান্নাত’-এর সোনালের জন্য আট হাজার গোলাপ সোনাল চৌহান

তারকাদের ভক্ত থাকবে এমনটাই স্বাভাবিক। এটিও অস্বাভাবিক নয় যে, পছন্দের তারকার জন্য তারা বিভিন্ন পাগলামি কাণ্ড করে থাকেন।

 
সম্প্রতি তেমনি এক পাগল ভক্ত পেয়েছেন ‘জান্নাত’খ্যাত অভিনেত্রী সোনাল চৌহান। নাম না জানা সেই ভক্ত একটি, দুটি নয় আট হাজার গোলাপ পাঠিয়েছেন বলিউডের এই অভিনেত্রীর জন্য। এখানেই শেষ নয়, সেই ভক্ত সোনালকে প্রতিদিন এক হাজার করে গোলাপ পাঠান।
 
ইন্সটাগ্রামে ঘর ভর্তি গোলাপের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করে ২৮ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন ‘আট হাজার গোলাপ, কিন্তু এখনো জানি না কে সে! এই এক ভাবেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ১৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।