ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিয়েতে নারাজ উদয়, দুঃখে দেশ ছাড়লেন নার্গিস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
বিয়েতে নারাজ উদয়, দুঃখে দেশ ছাড়লেন নার্গিস উদয় চোপড়া ও নার্গিস ফাখরি

দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে প্রেম করছেন উদয় চোপড়া ও নার্গিস ফাখরি। তবে এ কথা কেউ কখনও স্বীকার করেননি তারা।

বিয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিতে চেয়েছেন নার্গিস কিন্তু এতে বাঁধ সাধলেন উদয়। এ কারণে এতোটাই ভেঙে পড়েছেন বলিউডের এই অভিনেত্রী যে, পরিচালকদের বিপদের মুখে ফেলে তল্পিতল্পা গুটিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছেন নিউইয়র্কে।

এ বিষয়ে নার্গিসের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, দু’দিন আগেই দেশ ছেড়েছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী। এমন মানসিকতা নিয়ে কিছুতেই কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। এ কারণে ‘আজহার’ ও ‘হাউসফুল থ্রি’ ছবির কাজ অসমাপ্ত রেখেই নিউইয়র্ক পাড়ি দিয়েছেন।

ওই সূত্রে আরও জানান, উদয় চোপড়ার সঙ্গে বিয়ের কথা ঘোষণার জন্য একেবারে তৈরি ছিলেন নার্গিস। তবে, উদয় নিজের সিদ্ধান্ত বদলানোয় তিনি ভেঙে পড়েছেন। একসময় উদয় নার্গিসকে বিয়ের জন্য উঠেপড়ে লাগলেও, ক্যারিয়ার ও হলিউড ছবির জন্য তখন বিয়েতে রাজি ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ১৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।