ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মডেল কিশোর, সঙ্গে বিদেশিনী (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ১৩, ২০১৬
মডেল কিশোর, সঙ্গে বিদেশিনী (ভিডিও) কিশোর দাস ও সুরবীনা কারকি

‘এই বুকে তোলপাড়/ভাঙছে পাহাড়/বেসামাল আমি/ভুলে যাও পৃথিবী/আকাশ মাটি/তুমি শুধু আমারই…’ নিজের গাওয়া এমন কথার গানের ভিডিওচিত্রে মডেল হয়েছেন সংগীতশিল্পী কিশোর। একা নন, সঙ্গে আছেন নেপালের মডেল সুরবীনা কারকি।

 

বৃহস্পতিবার (১২ মে) রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় ‘তোলপাড়’ শিরোনামের গানটি। এটি যৌথভাবে লিখেছেন জয় শাহরিয়ার ও কিশোর। সুর-সংগীত করেছেন শিল্পী নিজে।  

কিশোর বাংলানিউজকে জানান, তার সুর-সংগীতে সিএমভি থেকে ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছিলো একটি মিশ্র অ্যালবাম। ‘তোলপাড়’ সেই অ্যালবামেরই শিরোনাম গান।  

কিশোরের ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটি যৌথভাবে প্রযোজনা করেছে সিএমভি ও দ্য রেইন পিকচার্স। ভিডিওটি তৈরি করেছেন এফ আই শাহীন। গানটির দৃশ্যধারণ হয়েছে নেপালে।   

‘তোলপাড়’ কিশোরের তৃতীয় মিশ্র অ্যালবাম। এর আগে ‘ধুলোর গান’ ও ‘কিশোর ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ নামের দুটি অ্যালবামে সুর-সংগীতায়োজন করেন ‘যাচ্ছো দূরে’খ্যাত এই গায়ক। অচিরেই বাজারে আসবে কিশোর ও এলিটার দ্বৈত অ্যালবাম ‘তুমি আর আমি’।  

* ‘তোলপাড়’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ১৩, ২০১৬
জেএম/এসও


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।