ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় শিল্পা শেঠির ৪০ সেকেণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ঢাকায় শিল্পা শেঠির ৪০ সেকেণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ঢাকায় আগমন তিক্ততায় ভরপুর। এই তিক্তটা চতুর্মুখী।

শিল্পা নিজেও শেষ পর্যন্ত এই সফর নিয়ে কতোটা অনুরক্ত কে জানে! আয়োজক প্রতিষ্ঠান, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, সংবাদকর্মী ও ভক্ত- কেউই এই আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করতে পারছেন না।

শুক্রবার (১৩ মে) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটির গোলনকশা হলে দ্য প্লাটফর্ম আয়োজিত ‘প্যাশন ফর ফ্যাশন’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিল্পা শেঠি। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে শিল্পাকে মঞ্চে পাওয়া গেছে মাত্র ৪০ সেকেণ্ড। এতে তিনি শো স্টপার হিসেবে অংশ নেন।

মূল অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও শিল্পা মঞ্চে আসেন গভীর রাতে। অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন আয়োজকেরা। এমনটা যে ঘটতে পারে তার ঈঙ্গিত পাওয়া গিয়েছিলো ওইদিন বিকেলে। ৩টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সংবাদ সম্মেলনে শিল্পার উপস্থিত থাকার কথা থাকলেও শেষাবধি দুঃখ প্রকাশ করে দ্য প্ল্যাটফর্মের কর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, আয়োজক প্রতিষ্ঠান ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে বনিবনা ছিলোনা শুরু থেকেই। এর প্রভাব পড়েছে পুরো অনুষ্ঠানে। এতেই ফুটে উঠেছে অব্যবস্থাপনা ও খামখেয়ালির চিত্র।

এদিকে অনুষ্ঠানে পোশাক সহযোগিতায় অংশ নিয়েছে ভাসাবি, আম্বার, নূর-এ-জান্নাতসহ বাংলাদেশ ও ভারতীয় ডিজাইনারের তৈরি করা মোট ১২ জন ডিজাইনার পোশাক।

অনুষ্ঠানে মোট ১৫টি কিউতে অংশ নেন বলিউড অভিনেত্রী শিল্পাসহ বাংলাদেশের মডেল ইমি, হীরা, মিলি, রাইসা প্রমুখ।


বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, মে ১৪, ২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।