ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কেমন হবে এবারের নজরুলমেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৬
কেমন হবে এবারের নজরুলমেলা নজরুলমেলার সংবাদ সম্মেলনে অতিথিরা

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে নজরুল মেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মদিন ২৫ মে।

ওইদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত হবে ‘এবি ব্যাংক-চ্যানেল আই নজরুলমেলা’। এবার মেলায় নতুনত্ব থাকছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এবারের নজরুলমেলায় আজীবন সম্মাননা দেওয়া হবে দৃষ্টি প্রতিবন্ধী নজরুল সংগীতশিল্পী জুলহাস উদ্দিন আহমেদকে। সন্মাননা হিসাবে তিনি পাচ্ছেন ক্রেস্ট ও অর্থ।

শনিবার (১৪ মে) দুপুরে তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নজরুলমেলা উপদেষ্টা ও নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা ও এবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মনজুর লিয়াকত উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘নজরুলমেলায় এবার কিছু পরিবর্তন দেখা যাবে। নজরুলকে গভীরভাবে উপলব্ধি করা যায় তেমন কিছু আয়োজনও রাখা হচ্ছে। ’

এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, কাজী নজরুল ইসলামের বহুমুখী চিন্তা ও প্রতিভার প্রতিফলনে মেলায় থাকবে ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০টি স্টল। এসব স্টলে প্রদর্শিত হবে নজরুল গ্রন্থ, নজরুলকে নিয়ে লিখিত গ্রন্থ, নজরুলের চিত্রকলা, সংগীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি, নজরুলের গল্পগ্রন্থ থেকে নির্মিত চলচ্চিত্র প্রভৃতি।

মেলায় দেশের নবীন-প্রবীন শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করবেন। এছাড়া কবির লেখা কবিতা থেকে আবৃত্তি, নজরুল রচনাবলি থেকে পাঠ, নজরুল বিষয়ক ছবি আঁকা প্রভৃতি আয়োজন থাকছে বরাবরের মতোই। পুরো মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পী রেবেকা সুলতানা, রাহাত আরা গীতি, রওশন আরা, রওনক আরা, শহীদ কবির পলাশ ও শিল্পী জুলহাস উদ্দিন আহমেদের স্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।