ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পাশাপাশি সালমান-লুলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
পাশাপাশি সালমান-লুলিয়া

গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রেমিক জেনে গুডেনাফের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রীতি জিনতা। সে সময় শুধু উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও বন্ধু সুজানা খান এবং সুরেলি গোয়েল।

এবার ঘটা করে সবাইকে দাওয়াত দিয়ে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করলেন বলিউডের এই অভিনেত্রী।

গত শুক্রবার (১৩ মে) ছিলো প্রীতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলো গোটা বলিউড। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এই অনুষ্ঠানে এসে সবচেয়ে আলোচিত হয়েছেন সালমান খান। কারণ এই প্রথমবার প্রেমিকা লুলিয়া ভানটুরকে নিয়ে একই গাড়িতে করে এসেছেন সালমান।

বলিউডের বাতাসে এখন জোর গুঞ্জন লুলিয়াকেই বিয়ে করতে যাচ্ছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। সালমান-লুলিয়ার সঙ্গে আরো ছিলেন সালমানের বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিহোত্রি।

এর আগে সালমানের সঙ্গে মুম্বাইয়ের বিমানবন্দরে দেখা গিয়েছিলো লুলিয়াকে। প্রীতির সংবর্ধনা অনুষ্ঠানে আরও এসেছিলেন শাহরুখ খান, শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতি, সুস্মিতা সেন, মাধুরী দীক্ষিত-ডা. শ্রীরাম নেনে দম্পতি, লারা দত্ত-মহেশ ভূপতি দম্পতি, ক্রিকেটার যুবরাজ সিং, হ্যাজেল কিচ, অভিষেক বচ্চন, জুহি চাওলা, ডিনো মারিয়া, ফারাহ খান, করণ জোহর, অভয় দেওল ও ববি দেওল।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।