ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বুবলি আমার নতুন কাজের উদ্দীপনা: শাকিব খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বুবলি আমার নতুন কাজের উদ্দীপনা: শাকিব খান শাকিব খান, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘শুধু নতুন মুখ খুঁজে বের করলেই হবে না, অভিনয় জানতে হবে। এখন থেকে বুবলি আমার নুতুন কাজের উদ্দীপনা।

আমার নতুন ছবিটিতে বুবলিকে আমরা পাবো অন্যরকমভাবে। আশা করি ও দর্শকদের সামনে নিজেকে প্রমাণ করতে পারবে। ’ নবাগতা চলচ্চিত্র নায়িকা শবনম বুবলি সম্পর্কে কথাগুলো বলেছেন কিংখানখ্যাত নায়ক শাকিব খান।

জনপ্রিয় এই নায়ক আরও বলেন, ‘বুবলি সুন্দরী, শিক্ষিতা, বিনয়ী এবং পরিশ্রমী। ও খুব অল্প সময়েই চলচ্চিত্রে শক্ত অবস্থান করে নেবে বলে আমার বিশ্বাস। ’  

 
শনিবার(১৪ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বসগিরি’র নায়িকা শবনম বুবলিকে এভাবেই পরিচয় করিয়ে দেন শাকিব খান। এ সময় উপস্থিত ছিলেন ছিবিটির কলাকুশলী ও সাংবাদিকরা।
 
উপস্থিত ছিলেন ‘বসগিরি’র  প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের কর্ণধার টপি খান, ছবির পরিচালক শামীম আহাম্মেদ রনি প্রমুখ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন শবনম বুবলি। অতিথিরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানান ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।  
 

অনুষ্ঠানে বুবলি বলেন, ‘জীবনের প্রথম সিনেমায় শাকিব খানের মতো  বড় মাপের নায়ককে পাবো ভাবতেই পারিনি। কিং খানের সঙ্গে বড়পর্দায় দর্শক আমাকে দেখবে এই বিষয়টা অনেকে আনন্দের। আমি আগে অভিনয় করিনি। তবে আমি সংবাদ পাঠিকা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

রবিবার (১৫ মে) থেকে শুরু হবে ‘বসগিরি’র বাকি অংশের কাজ। ৫ মে থেকে নায়িকা ছাড়াই কাজ শুরু করেছিলেন শাকিব।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।