ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

৩৫ কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
৩৫ কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন রণবীর রণবীর কাপুর

বলিউড হার্টথ্রব রণবীর কাপুর বিস্ময়কর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। অভিনয় আর প্রেমকে ঘিরে এসেছেন সংবাদের শিরোনামে।

এবার সেসব কিছু নয়, একটি অ্যাপার্টমেন্ট কিনে সবাইকে অবাক করে দিয়েছেন রণবীর।

টাইমস অব ইন্ডিয়ার দেওয়া একটি প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ৩৫ কোটি রুপি দিয়ে পালি হিলের একটি বিশাল অ্যাপার্টমেন্ট কিনেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেতা।

প্রতিবেদনে বলা হয়, রণবীরের অ্যাপার্টমেন্টের আয়তন ২৪৬০ বর্গ ফুট। এর প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে ১.৪২ লাখ রুপি। যা মুম্বাই শহরে সর্বোচ্চ লেনদেন হিসেবে ধরা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ১৫ মে, ২০১৬
জেএম/বিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।