ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অনেক দিন পর মিথিলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
অনেক দিন পর মিথিলা

‘চাকরি, বাসায় মেয়েকে সময় দেওয়া, সংসার সামলানো- সব কিছু মিলিয়ে অভিনয় বা গান নিয়ে ব্যস্ত হতে পারছি না’- কথাগুলো বলেছেন মিথিলা। বাংলানিউজের সঙ্গে আলাপে রোবরার (১৫ মে) নতুন কাজের তথ্যও দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।


 
গত ঈদুল আযহার পর পর্দায় পাওয়া যায়নি মিথিলাকে। সম্প্রতি কাজ করেছেন একটি বিজ্ঞাপনচিত্রে। পাশাপাশি এবারের ঈদুল ফিতরে তাকে দেখা যাবে বেশ কিছু একক নাটকে।

মিথিলার নাটকগুলোতে সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় তারকারা। মাবরুর রশীদ বান্নাহর দুটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জন। আর অপূর্বকে সঙ্গে নিয়ে তানিম রহমান অংশুর পরিচালনায় একটি ও মিজানুর রহমান আরিয়ান পরিচালিত অপূর্ব ও তাহসান কে সঙ্গে নিয়ে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
 
মিথিলা বলেন, ‘অভিনয় বা গান যাই বলি না কেন, সব কিছুতেই পর্যাপ্ত সময় দিতে হয়, আর আমাকে আসলে চাকরির সুবাদে প্রায়ই আফ্রিকাতে যেতে হয়। আর অফিস করে, মেয়েকে সময় দিয়ে তেমন সময় পাওয়া যায় না। তাছাড়া বিশেষ দিনকে কেন্দ্র অভিনয় করতে পছন্দ করি। ’

প্রায় এক যুগ ধরে নাটকের পাশাপাশি গান ও বিজ্ঞাপনে কাজ করছেন মিথিলা। বড়পর্দায় কি দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে মিথিলা জানান, আপাতত সম্ভাবনা নেই। কারণ আগে থেকেই অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময়:১৪২৯ ঘণ্টা, মে ১৫,২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।