ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অপর্ণাকে নিয়ে ছুটলেন নাঈম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মে ১৫, ২০১৬
অপর্ণাকে নিয়ে ছুটলেন নাঈম!

পারিবারিক সম্মতিতে বিয়ে ঠিক হয় তন্বী ও রাশেদের। কিন্তু এ দুজনের কেউই কারো জীবনসঙ্গী হতে চায় না।

দুই পরিবারের কেউ যেন ওদের চালাকি বুঝতে না পারে সেভাবেই বুদ্ধি বের করা হলো। অতঃপর রাশেদ ছুটলো তন্বীকে নিয়ে। তবে তাদের যাত্রা ভিন্ন কোনো গন্তব্যের দিকে। ঠিক এমনটাই ঘটতে দেখা যাবে 'শেষ দৃশ্যের আগে' নাটকে। তণ্বী ও রাশেদের ভূমিকায় দেখা যাবে অপর্ণা ঘোষ ও নাঈমকে।

ছোটপর্দার জনপ্রিয় এই দুই শিল্পীকে নিয়ে নাটকটি লিখেছেন স্বরাজ দেব। পরিচালনা করেছেন জামিল আশরাফ খান নয়ন। 'শেষ দৃশ্যের আগে' জামিল আশরাফ খান নয়নের পরিচালিত প্রথম নাটক।

নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরজে নীরব। এছাড়া আছেন মুনিরা মিঠু, কাজী উজ্জ্বল ও জন। মাসুদ পারভেজের প্রযোজনায় আই ফিল্মসের ব্যানারে নির্মিত নাটকটি শুক্রবার (২০ মে) রাত ৯টা ৫মিনিটে এনটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।