ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সড়ক দুর্ঘটনায় রাহুল আনন্দ আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
সড়ক দুর্ঘটনায় রাহুল আনন্দ আহত

ঢাকা: রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় জলের গানের শিল্পী রাহুল আনন্দ আহত হয়েছেন।

রোববার (১৫ মে) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে আহত হন রাহুল আনন্দ। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, রাহুল আনন্দ বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।