ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার দুঃখের সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
দীপিকার দুঃখের সেলফি নিনা ডোব্রেভ ও দীপিকা পাড়ুকোন

‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’র মাধ্যমে হলিউড অভিষিক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ ছবির দৃশ্যধারণের জন্য নিজের দেশ ছেড়ে অনেকদিন বিদেশের মাটিতে থাকতে হয়েছে তাকে।

  ১২ মে ছবির কাজ শেষ করে দেশে ফিরেছেন দীপিকা। এ কারণে মন তো খারাপ হওয়ারই কথা।

‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির দৃশ্যধারণ শেষ হয়েছে হলিউড অভিনেত্রী নিনা ডোব্রেভকে দিয়ে। নিনাকে সঙ্গে নিয়ে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা। যেখানে দেখা যাচ্ছে, দু’জনই মন খারাপ করে রয়েছেন। ছবিটির ক্যাপশনে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘সেটের সবাইকে খুব মিস করবো। প্রত্যেকেই খুব পরিশ্রমী ও মেধাবী। ’

ডিজে কারুসো পরিচালিত ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে দীপিকার বিপরীতে রয়েছেন হলিউডের অ্যাকশন নির্ভর তারকা ভিন ডিজেল। এ ছাড়া আরও আছেন স্যামুয়েল এল জ্যাকসন, টনি জা, রুবি রোজ। ২০১৭ সালে মুক্তি পাবে দীপিকার এই ছবিটি।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।