ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন অমৃতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মে ১৬, ২০১৬
বিয়ে করলেন অমৃতা অমৃতা রাও

এ বছর বলিউড তারকাদের যেমন বিচ্ছেদের খবর মিলছে, তেমনি তাদের বিবাহ উৎসবেরও খোঁজ পাওয়া যাচ্ছে। অনেক তারকারাই এ বছরে সাত পাকে বাঁধা পড়েছেন।

এবারে তাদের দলে নাম লেখালেন ‘বিবাহ’খ্যাত তারকা অমৃতা রাও।

গত রোববার (১৫ মে) চুপিসারে দীর্ঘদিনের প্রেমিক আর জে ও টিভি উপস্থাপক আনমলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের এই অভিনেত্রী। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো দীর্ঘ সাত বছর ধরে প্রেম করছে তারা অথচ তা কেউ টের পাননি।

এ বিষয়ে অমৃতার একটি ঘনিষ্টসূত্র বলেন, ‘অমৃতা কখনও তার প্রেমের সম্পর্কের কথা কাউকে জানাতে চাননি। কারণ ব্যক্তিগত জিনিস গোপন রাখতে পছন্দ করেন তিনি। এ ছাড়া বিয়ের সিদ্ধান্তটি কিছুদিন আগে নেওয়া হয়েছে। ’

বিয়ের পর অমৃতা তার টুইটারে লিখেছেন, ‘সাত বছর আগে আমাদের প্রণয় শুরু হয়েছিলো। যা আজ পরিণয়ে রূপ নিলো। আমরা (অমৃতা-আনমল) এখন বিবাহিত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ’

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ১৬ মে ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।