ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অ্যাশের বেগুণি ঠোঁটের ঝড়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
অ্যাশের বেগুণি ঠোঁটের ঝড় ঐশ্বরিয়া রাই বচ্চন

কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এর প্রমাণ পাওয়া গেলো গত ১৩ মে লালগালিচায়।

এদিন কুয়েতের আলি ইউনিসের ডিজাইন করা গাউন পরেন অ্যাশ। তবে তার পোশাক নয়, ব্লু  স্মোকি শেডে সাজানো চোখ সবচেয়ে বেশি নজর কেড়েছে।

রোববার (১৫ মে) উৎসবের দ্বিতীয় দিন নিজের নতুন ছবি ‘সর্বজিৎ’-এর বিশেষ প্রদর্শনীর সময় হাজির হন ঐশ্বরিয়া। রামি খাদি পোশাক ও বেগুণি ঠোঁটের আবেদনে ঝড় তুলেছেন বলিউডের এই অভিনেত্রী। লালগালিচায় অ্যাশের বেগুণি লিপস্টিক একটু অন্যরকম সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

‘সর্বজিৎ’-এর প্রদর্শনীর সময় ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে ছিলেন সহশিল্পী রিচা চাড্ডা। তিনি পরেছিলেন সোনালি শাড়ি। এ ছাড়াও ছিলেন পরিচালক ওমাঙ কুমার ও অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি।

কান উৎসবে অংশগ্রহণের পূর্বে ‘সর্বজিৎ’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বরিয়া। এ কারণে কানে হাঁটার প্রস্তুতি নিতে পারেননি তিনি। তবে নিজের লুকের ব্যাপারে চিন্তিত ছিলেন না অ্যাশ। তার কথায়, ‘গত ১৫ বছর ধরে লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছি। তাই আমার লুক নিয়ে মোটেও নার্ভাস থাকি না। ’ 

অ্যাশ আরও বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী ও ফ্যাশন সচেতন মানুষ। ফ্যাশন শিল্পকে নতুনভাবে উপস্থাপন করতেই পছন্দ করি। তাই কখনও নিজের নতুন লুক নিয়ে চিন্তিত থাকি না। ফলে আমাকে নার্ভাসও হতে হয় না। ’

অন্যদিকে প্রাক্তন বিশ্বসুন্দরী রসিকতা করে বলেন, ‘ভাবছি লালগালিচায় একদিন সাদা শার্ট ও জিন্স পরে হাঁটবো!’   

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
টিএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।