ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অমিত হাসানের ‘রক্ত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ১৬, ২০১৬
অমিত হাসানের ‘রক্ত’ অমিত হাসান

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান এখন খলনায়ক। কয়েক বছর ধরে এমনটাই ঘটছে।

বড় ও ছোট বাজেটের ছবিতে নিয়মিত অভিনয় করছেন অমিত। এবার তাকে দেখা যাবে জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবিতে।

অমিত হাসান রোববার (১৫ মে) ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘রক্ত’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ‘মাস্টার মেকার’খ্যাত নির্মাতা মালেক আফসারী যৌথ প্রযোজনার এ ছবিটি পরিচালনা করবেন।  

এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়ক রোশানের। প্রথম ছবিতে তিনি নায়িকা হিসেবে পেয়েছেন পরী মনিকে। জাজের সঙ্গে এটি পরীর প্রথম কাজ। পরী-রোশানের পর ছবিটিতে সম্পৃক্ত হলেন অমিত হাসান।

কিছুদিনের মধ্যে দৃশ্যধারণ শুরু হবে ‘রক্ত’র। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের কলকাতায়।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।