ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করতে গির্জায় আদিত্য-শ্রদ্ধা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ১৬, ২০১৬
বিয়ে করতে গির্জায় আদিত্য-শ্রদ্ধা! শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুর

‘আশিকি টু’ ছবিতে অভিনয়ের পর থেকে এক অপরের সঙ্গে প্রেম করছেন আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর। বলিউডের চারদিকে কান পাতলে না-কি এমনটাই শোনা যায়।

এ কথা কখনও স্বীকার করেননি তারা। কিন্তু সম্প্রতি তারা যা করেছেন তাতে অনেকটা চমকে গেছেন সকলে। বিয়ে করতে গির্জায় ছুটছেন এই জুটি।

‘ওকে জানু’ ছবির দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত আদিত্য-শ্রদ্ধা। সে ছবির একটি দৃশ্যের প্রয়োজনে গির্জায় গিয়ে বিয়ে করতে হচ্ছে তাদের। সেই মুহূর্তের একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউডের এই অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে, লাল গাউন ও খোলা চুলে শ্রদ্ধা এবং নীল স্যুটে আদিত্য। ছবিটির ক্যাপশনে ৩০ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘ওকে জানু’ ছবির সেটে আমরা।  

তামিল ছবি ‘ওকে কানমানি’র হিন্দি সংস্করণ হচ্ছে ‘ওকে জানু’। শাদ আলীর পরিচালিত ও করণ জোহার প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৩ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।