ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বলিউড হলিউডের লুক অ্যালাইকরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ১৬, ২০১৬
বলিউড হলিউডের লুক অ্যালাইকরা

বলিউড ও হলিউডের লুক অ্যালাইকরা কিন্তু রীতিমতো আপনাকে ভড়কে দেবে। বুঝতেই পারবেন না যে আপনার হলিউডের পছন্দের নায়ক কিংবা নায়িকা আর কোনজন বলিউডের।

হৃত্বিক রোশন আর ব্র্যাডলি কুপারের মিলটা নিঃসন্দেহে চোখে। তবে মুখের গড়ন সব কিছুতেই দারুন মিল তাদের।

ক্যাটরিনা কাইফ আর কোরি স্মালডার্স এই দুইয়ের মুখের হাসিতে অদ্ভুত মিল। আর চোখের চাহুনিতে একই মোহনীয়তা।

পরিনীতি চোপরা আর হেইডেন প্যানেট্রি এক শিশুসুলভ চেহারা একই উজ্জ্বল হাসি আর চোখের গড়ন এক। ভিন্নতা কেবলই তাদের চুলে। পরিনীতির কালো আর হেইডেনের সোনালী

এষা গুপ্তা আর অ্যাঞ্জেলিনা জোলির ঠোঁটে একই যৌন-আবেদন তাতে সন্দেহের অবকাশ নেই।

শাহিদ কাপুর আর জ্যাক ব্র্যাফকে দেখলে যে কেউ বলবে ওরা জমজ ভাই।

প্রিয়াংকা চোপরা আর ইভ মেন্ডেস, একই হাসি, একই মুখের অভিব্যক্তি ও গড়ন। দুজনই সফল অভিনেত্রী, মডেল আর ফ্যাশন দুরস্ত।

সোনালি কুলকার্নি আর হল বেরি অদ্ভুত মিল তাদের যা অস্বীকার করার জো নেই।

আমির খান ও টম হ্যাংকস। লোকে বলে ওদের এক ঘরেই জন্ম। পরে দুজন আলাদা হয়ে একজন হলিউডে একজন বলিউডে আলো ছড়িয়েছে। আর হ্যাঁ হ্যাঙ্কসের এক বড় ভক্ত আমির খান।

দীপিকা পাড়ুকোন আর ইরিনা শায়ক দুই জনই বোম্বশেল আর দেখতে একই রকম।

কারিনা কাপুর আর প্যারিস হিলটনকে দেখুন একই নাক, একই ঠোঁট, চোয়াল আর মনেই হবে ওরা দুই বোন।

কাজলকে কেউ হলিউডে দেখলে মিলা কিউনিস বলেই ভুল করবে আর মিলাকে বলিউডে দেখলেও একই দশা হবে।

বাংলাদেশ সময় ১৭৩১ ঘণ্টা, মে ১৬, ২০১৬

এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।