ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

র‌্যাপার রণবীর সিং!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মে ১৭, ২০১৬
র‌্যাপার রণবীর সিং! রণবীর সিং

প্রযোজক জোয়া আখতার ও রণবীর সিং খুব ঘনিষ্ঠ বন্ধু এ কথা সকলেরই জানা। তবে তাদের এই বন্ধুত্ব আরও বেড়ে যায় ‘দিল ধড়কানে দো’ ছবিতে অভিনয়ের সময়।

তারা একে অপরের কাজের উদ্দীপনা- এ কথা বহুবার স্বীকারও করেছেন।  এ কারণে সবসময় জোয়ার ছবিতে অভিনয় করতে চান রণবীর। সবচেয়ে মজার ব্যাপার হলো, বলিউডের এই অভিনেতার আশা আবার পূরণ হচ্ছে। খুব শিগগিরই একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

‘গুল্লি বয়’ নামক একটি ছবিতে র‌্যাপারের চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন ৩০ বছর বয়সী এই অভিনেতা। যে কি-না মুম্বাইয়ের বস্তিতে থাকেন এবং সমাজের জন্য গান লেখেন। প্রধান চরিত্রে অভিনয়ের জন্য রণবীরের পাশাপাশি আরও একজন অভিনেতাকে খোঁজা হচ্ছে। ছবিতে হিন্দি, উর্দু ও মারাঠি ভাষায় র‌্যাপ করবেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

ছবিটি সম্পর্কে রণবীরের একটি ঘনিষ্ঠসূত্র বলেছে, র‌্যাপার ডিভাইন ও নেজির জীবন কাহিনী থেকে ছবিটি নির্মাণে অনুপ্রাণিত হয়েছেন জোয়া। কারণ তারা গানে গানে মুম্বাইয়ের পার্শ্ববর্তী এলাকা কুরলা ও আন্ধ্রেরির নানা অপরাধের কথা তুলে এনেছিলেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
টিএস/বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।