ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তিশা ও হৃদয় খানের এক ঝলক (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ১৭, ২০১৬
তিশা ও হৃদয় খানের এক ঝলক (ভিডিও) ‘রূপকথা’ নাটকের দৃশ্যে হৃদয় খান ও তিশা

ফাহাদ (হৃদয় খান) ও চন্দ্র (তিশা) একসঙ্গে কলেজে পড়ে। তারা ভালো বন্ধুও।

এক সময় ফাহাদ চন্দ্রকে ভালোবেসে ফেলে। চন্দ্রের তাতে আপত্তি। এ কারণে চন্দ্রের হাতে চড়ও খেতে হয় ফাহাদকে। ঈদের একটি নাটকে তিশা ও হৃদয় খান এভাবেই হাজির হচ্ছেন টিভিপর্দায়।

দৃশ্যধারণ শেষে ‘রূপকথা’ নামের নাটকটি এখন সম্পাদনার টেবিলে। প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন জনপ্রিয় গায়ক হৃদয় খান। তার বিপরীতে আছেন গুণী অভিনেত্রী তিশা। স্বভাবতই একে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এরই মধ্যে প্রকাশ করেছেন ‘রূপকথা’র প্রমো।

নাটকটিতে অভিনয়ের পাশাপাশি একটি গানও গেয়েছেন হৃদয়।   গানটির কথা এমন- ‘কি করে বলি এ হৃদয়/তুমি যে কি আমার/তোমাকেই চেয়েছি যেন বারে বার/ বোঝাবো কিভাবে আর’। প্রমোতে ব্যবহার করা হয়েছে এটি।

‘রুপকথা’ নাটকটিতে হৃদয় খান ও তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন শাওন, আব্দুল্লাহ রানা, রেবেকা ও স্বপ্না।

আসাদ জামানের নাট্যরূপে নাটকের চিত্রগ্রহণ করেছেন চন্দন রয় চৌধুরী। আসছে ঈদুল ফিতরে চ্যানেল আইতে দেখানো হবে তিশা ও হৃদয়ের প্রথম রসায়ন।

*‘রুপকথা’ নাটকের প্রমো:

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ১৭ মে, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।