ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

এবার হলিউডে স্বাধীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এবার হলিউডে স্বাধীন ফারদিন এহসান স্বাধীন

উচ্চতর পড়াশুনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন তরুণ নির্মাতা ফারদিন এহসান স্বাধীন। এইতো কিছুদিন আগে সেখানে পাড়ি জমিয়েছেন তারকাজুটি ওমর সানি ও মৌসুমীর বড় সন্তান।

এরই মধ্যে স্বাধীন সুযোগ পেয়েছেন হলিউডের ছবিতে কাজ করার।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার আরেকটি উদ্দেশ্যের মধ্যে ছিলো হলিউডের কাজে নিজেকে সম্পৃক্ত করা। সেই কাজের অভিজ্ঞতা নিয়ে দেশীয় চলচ্চিত্রে ভূমিকা রাখতে চান তিনি। এবার হলিউডে ছবি পরিচলনা করা সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফারদিন। তার স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে।  

১৫ মে সন্ধ্যায় ফেসবুকে এই তথ্য জানিয়েছেন ফারদিন নিজেই। হলিউডের নির্মাতা কেনি গেজ ও ডেভন ডাউনের নতুন ছবির নাম ‘সিনথিয়া’, এতে সহকারি পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। এটিই হতে যাচ্ছে স্বাধীনের আন্তর্জাতিক অঙ্গনে প্রথম কাজ। এর আগে ‘ডেস্টিনেশন’ নামের টেলিছবি নির্মাণ করে আলোচনায় আসেন তিনি। এর ‍দ্বিতীয় কিস্তি প্রচার হবে আগামী ঈদুল ফিতরে চ্যানেল আইতে।

সন্তানের এমন সাফল্যের খবরে আনন্দিত মৌসুমী ও ওমর সানি। তারা জানান, চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসাই স্বাধীনকে এতোদূর পৌঁছে দিয়েছে। স্বাধীন একদিন বড় নির্মাতা হয়ে দেশের মুখ ঊজ্জ্বল করবে- এমনটাই তাদের প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।