ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চুল ঝরে যাচ্ছে সালমানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
চুল ঝরে যাচ্ছে সালমানের

বলিউড তারকা সালমান খানের বয়স এখন ৫০ বছর। শারীরিক গঠন থেকে শুরু করে সবকিছুই এখনও তরুণের মতোই।

 তবে মাঝখানে চুল নিয়ে সমস্যায় পড়তে হয়েছিলো নায়ককে। বয়সের সঙ্গে চুল ঝরছে  নিয়মিত। কিন্তু ‘সল্লু ভাই’তো এতো সহজে মাথায় টাক হতে দেবেন না। তাইতো আবারও হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বলিউডলাইফের দেওয়া প্রতিবেদনে জানা গেছে, সোমবার (১৬ মে) মা সালমা ও প্রেমিকা লুলিয়াকে প্যানভেল বাগানবাড়িতে গিয়েছেন জনপ্রিয় অভিনেতা সালমান। বলিউডের এই সুপারস্টারের হঠ‍াৎ করে বাগানবাড়িতে যাওয়ার উদ্দেশ্যই না-কি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো!

 হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য দুবাই থেকে একজন চিকিৎসক এসেছেন প্যানভেল বাগানবাড়িতে। এখানেই শেষ নয়, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের অংশ হিসেবে আগামী কয়েকদিন কিছু নির্দেশনা মেনে চলতে হবে সালমানকে। সব সময় তাকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতে হবে। কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। কারণ ঘামের কারণে ক্ষতি হতে পারে।

হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়টি সালমান খানের কাছে নতুন নয়। এর আগে ২০০৩ ও ২০১২ সালে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।