ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সম্পর্ক জোড়া লাগছে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
সম্পর্ক জোড়া লাগছে! জেনিফার গার্নার ও বেন অ্যাফ্লেক

গত বছর জুনে দীর্ঘ ১০ বছরের সংসারে ইতি টেনেছিলেন বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার। এরপর থেকে দু’জনই আলাদা থাকতে শুরু করেছেন তারা।

কিন্তু তিন সন্তান ভালোলেট (১০), সেরাফিনা ও স্যামুয়েল (৭) এর খাতিরে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন সবসময়। তবে সবচেয়ে আনন্দের খবর হলো, আবারও এক হওয়ার চেষ্টা করছেন এই তারকা জুটি। এ কারণে বেনকে আহ্বানও জানিয়েছেন জেনিফার।

‘জাস্টিস লিগ: পার্ট ওয়ান’ ছবির দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বেন। এ জন্য লন্ডনে গিয়েছেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। আর সেখানেই প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা করতে হাজির হয়েছেন জেনিফার। এমনকি ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন তারা। আর তাতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আবারও এক হতে পারেন তারা।

সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের দেওয়া একটি প্রতিবেদনে জানা যায়, নিজের বিচ্ছেদ নিয়ে মোটেও খুশি নন জেনিফার গার্নার। এ ছাড়া ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী তাদের ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগাতে চান।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।