ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চার বছর পর মোনালিসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
চার বছর পর মোনালিসা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি।

এখন শুটিংস্পটেই সময় কাটছে তার। মোনালিসাকে দেখা যাবে ঈদের একাধিক নাটকে। চার বছর পর সহশিল্পী হিসেবে পাচ্ছেন মোশাররফ করিমকে।

ঈদে মোনালিসা অভিনয় করতে যাচ্ছেন ছয় পর্বের বিশেষ নাটক ‘ডি আর সুলাইমান’-এ।   সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় নাটকটিতে মোনালিসার বিপরীতে অভিনয় করবেন আরেক অভিনেতা মোশাররফ করিম। প্রায় চার বছর পর একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২৩ মে থেকে শুরু হবে ‘ডি আর সুলাইমান’-এর দৃশ্যধারণ।

মোনালিসা বললেন, ‘অনেকদিন পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। আশা করছি নাটকটি ঈদে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেবে। ’

বিদেশে পাড়ি দেওয়ার আগে সর্বশেষ নির্মাতা সাগর জাহানের পরিচালনায় ঈদের বিশেষ সিরিজ নাটক ‘সিকান্দার বক্স’ এ অভিনয় করেছিলেন মোনালিসা। এই নাটকটির মাধ্যমেই জনপ্রিয়তা পায় মোনালিসা-মোশাররফ জুটি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।