ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

২৭ ডিসেম্বর সালমানের বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
২৭ ডিসেম্বর সালমানের বিয়ে! সালমান খান

বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। হাফ সেঞ্চুরি পেরিয়ে গেলেও বিয়ের পিঁড়িতে বসেননি বলিউডের এই সুপারস্টার।

তবে একের পর এক সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় নজির গড়েছেন তিনি।

সালমান কবে বিয়ে করবেন,  এ নিয়ে আগ্রহের কমতি নেই অগণিত ভক্ত ও অনুসারীদের। অনেকদিন আগে খবরের শিরোনামে এসেছিলো চলতি বছরের শেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন আলোচিত এই অভিনেতা।

এবার হয়তো সেই খবর সত্যি হচ্ছে। বলিউড মহলে এখন গুঞ্জন চলছে, এ বছরের ২৭ ডিসেম্বের সাত পাঁকে বাঁধা পড়বেন ‘কিক’খ্যাত এই তারকা। দীর্ঘদিনের প্রেমিকা লুলিয়া ভানটুরকেই না-কি ঘরে তুলতে যাচ্ছেন সালমান।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে সালমানের মা সালমা খান ও বোন আলভিরা খানের সঙ্গে দেখা গেছে লুলিয়াকে। শুধু তাই নয়, ক’দিন আগে প্রীতি জিনতার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন সালমান-লুলিয়া।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।